• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোলাঁ গ্যারোয় চ্যাম্পিয়ন নাদাল


ক্রীড়া ডেস্ক জুন ১১, ২০১৭, ১১:৫৪ পিএম
রোলাঁ গ্যারোয় চ্যাম্পিয়ন নাদাল

ঢাকা: এই বয়সেও অবিশ্বাস্য রকমভাবে ছুটে চলেছেন তিনি। নিজের দশম গ্র্যান্ড স্ল্যামটি শেষ পর্যন্ত পেয়েই গেলেন রাফায়েল নাদাল। আর পেলেনও একাধিপত্য রেখে। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে সরাসরি সেটে নাদাল হারালেন স্টান ওয়ারিঙ্কাকে। খেলার ফল নাদালের পক্ষে ৬-২, ৬-৩, ৬-১।  সেমিফাইনালে অ্যান্ডি মারেকে হারিয়ে ফাইনালে পৌঁছান স্টান ওয়ারিঙ্কা। কিন্তু নাদালের কাছে এদিন দাঁড়াতেই পারলেন না তিনি।

৪ ও ৩-এর লড়াই জমে যাওয়ার কথা ছিল। কিন্তু এক তরফা ম্যাচ জিতে নিলেন নাদাল। প্রথম সেট ৬-২এ জিতে নিয়ে দ্বিতীয় সেটের শুরু থেকেই আবার লড়াইয়ে নামেন নাদাল। দ্বিতীয় সেট ৬-৩এ জিতে নেওয়ার পর প্রতিপক্ষ ওয়ারিঙ্কাকে আর ঘুরে দাঁড়ানোর কোনও সুয়োগই দেননি নাদাল। তৃতীয় সেটও ৬-১এ জিতে বাজিমাত করেন নাদাল।এই নিয়ে ২২টি স্ল্যাম ফাইনাল খেললেন নাদাল। ওয়ারিঙ্কার চতুর্থ। রোলাঁ গ্যারোর ৪৪ বছরের ইতিহাসে এই প্রথম দুই ফাইনালিস্ট যাঁদের বয়স ৩০ বছরের ওপরে।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!