• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ইস্যুতে ভারতকে পাশে চান কাদের


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১০, ২০১৭, ০১:০২ পিএম
রোহিঙ্গা ইস্যুতে ভারতকে পাশে চান কাদের

ফাইল ছবি

ঢাকা: রোহিঙ্গা ইস্যুতে কোনো রাখঢাক না রেখেই মিয়ানমারের পক্ষ নিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এবার রোহিঙ্গাদের সেই ইস্যুতেই ভারতকে বাংলাদেশের পাশে পবার প্রত্যাশা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১০ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিআরটিএ’র মোবাইল কোর্ট কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে সারা দুনিয়া আজ উদ্বেগ প্রকাশ করছে। ভারতও উদ্বেগ প্রকাশ করেছে। প্রতিবেশী বিশাল ভারতের এই উদ্বেগে আমাদেরও তাদের পাশে এই মুহূর্তে খুবই প্রয়োজন। ’

তিনি আরো বলেন, ‘৭১- এর দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে ছিল। আমরা আশা করছি, এই দুঃসময়ে ভারতকে পাশে পাব। এই মানবিক বিপর্যয় মোকাবিলায়।’

এছাড়া রোহিঙ্গা ইস্যুতে বিএনপির ভূমিকার তীব্র সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার যখন প্রো-একটিভ বলে জাতিসংঘ মহাসচিব প্রশংসা করেছে। তখন একটি দল সমালোচনা করছে। তাদের টার্গেট আওয়ামী লীগ সরকার। মিয়ানমার সরকারের নির্যাতনের ব্যাপারে তারা কোনো কথা বলছেন না। ’

তিনি বলেন, ‘সারাদেশ যখন এই ইস্যুতে উদ্বিগ্ন, তখন এই দলটি খুশি। কারণ তারা নতুন ইস্যু পেয়েছে। ’

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!