• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পথে হাঁটছে সরকার’


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৯, ২০১৭, ১২:০৮ পিএম
‘রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পথে হাঁটছে সরকার’

ফাইল ছবি

ঢাকা: রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের দেখানো পথে হাঁটছে আওয়ামী লীগ সরকার অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের মতো বাংলাদেশ সরকারও ধামাচাপা দিতে সুকৌশল গ্রহণ করেছে; এটা ঠিক নয়।’

তিনি শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

মোশাররফ বলেন, সারাবিশ্ব দেখছে রাখাইনের রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকার রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে। একটি জাতিকে শেষ করে দিচ্ছে। আমরা এর নিন্দা জানাই।

তিনি বলেন, বাংলাদেশ সরকার মিয়ানমার সরকারের সাফাই গাচ্ছে। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের মতো বাংলাদেশ সরকারও ধামাচাপা দিতে সুকৌশল গ্রহণ করেছে। 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!