• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডিসেম্বর ৮, ২০১৬, ০৫:৩৪ পিএম
রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

মিয়ানমারের গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াও শ্লোগানে রোহিঙ্গাদের উপর চলমান বর্বরতম নির্যাতনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগ-জাসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নবাবগঞ্জ সরকারি কলেজের সামনের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক ও নাগরিক আন্দোলন কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান মনির, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম পিন্টু, ছাত্র নেতা রামিম হোসেন, নবাবগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের ছাত্র দিদার আলী এবং পূর্ব পশ্চিম ডট কমের জেলা প্রতিনিধি সাংবাদিক জাকির হোসেন পিংকু।

এ সময় বক্তারা বলেন, প্রায় প্রতিদিনই নাফ নদীতে হাজার হাজার নারী শিশুর লাশ ভেসে উঠছে। প্রতিদিনই রোহিঙ্গাদের তাদের নিজ বাসভূমি ছেড়ে বেঁচে থাকার তাগিদে পার্শ্ববর্তী দেশে আশ্রয়ের খোঁজ করতে হচ্ছে। যা তাদের মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে। আর যেভাবে তাদের উপর বর্বরোচিত হামলা চালানো হচ্ছে সেখানে গণতন্ত্রের মানস কন্যা শান্তিতে নোবেল জয়ী অং সান সূচির দেশে চলমান এমন হৃদয় বিদারক ঘটনা কি বিশ্ব বিবেকের হৃদয়ে সামান্যতম নাড়া দিতে পারে না। আর তাই মায়ানমারের রোহিঙ্গাদের উপর চলা এমন অমানবিক নির্যাতন ও হত্যাযজ্ঞ বন্ধে জাতিসংঘসহ বিশ্বের ক্ষমতাধর দেশগুলির প্রতি জোরালো দাবি জানানো হয় মানববন্ধন থেকে। মানববন্ধনে এই সময় কলেজ জাসদ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রেজা খান তনু, চর অনুপনগর ইউনিয়ন জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, জেলা জাসদ ছাত্রলীগের সদস্য নাহিদ হাসান, আসিফ ইনতিসারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!