• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ-মিয়ানমার সমঝোতা স্মারক সই


নিজস্ব প্রতিবেদক জুন ৬, ২০১৮, ০৩:৫৮ পিএম
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ-মিয়ানমার সমঝোতা স্মারক সই

ঢাকা: রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে মিয়ানমার। বুধবার (৬ জুন) রাজধানী নেপিদোতে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর, উন্নয়ন সংস্থা ইউএনডিপি ও মিয়ানমার সরকারের মধ্যে এই ত্রিপক্ষীয় সমঝোতা স্বাক্ষর হয়।

বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নেয়া, তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও স্থায়ী পুনর্বাসনের প্রাথমিক অবকাঠামো সমঝোতা স্মারকে উল্লেখ করেছে মিয়ানমার। এছাড়াও রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বসবাসের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করারও প্রতিশ্রুতি দিয়েছে তারা।

জাতিগত নির্মূলের শিকার দেশটির প্রায় ৭ লাখ রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ ও হত্যা ধর্ষণ ও নির্যাতনের অভিযোগের মুখে এ পদক্ষেপকে মিয়ানমার সরকারের কার্যকর সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!