• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা বহনকারী ১১ নৌকা ফেরত


কক্সবাজার প্রতিনিধি ডিসেম্বর ১০, ২০১৬, ০৬:২৩ পিএম
রোহিঙ্গা বহনকারী ১১ নৌকা ফেরত

কক্সবাজার : টেকনাফের নাফ নদী দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টার সময় ১১টি নৌকা বোঝাই ১১০জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১০ ডিসেম্বর) ভোর রাত থেকে সকাল পর্যন্ত পাঁচটি পয়েন্টে এ অভিযান চালানো হয় বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ।

তিনি বলেন, রোহিঙ্গাদের বহনকারী ১১টি নৌকা নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা চালালে সেখানে অবস্থানরত বিজিবির টহল দল তাদের মিয়ানমারে ফেরত পাঠিয়েছে।

তিনি আরো জানান, ১১টি নৌকায় অন্তত ১১০ জনের মতো রোহিঙ্গা ছিল।

গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্ত রক্ষাবাহিনীর তিনটি নিরাপত্তা চৌকিতে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলার ঘটনায় ১০ সিমান্ত পুলিশ নিহত হলে সেখানে দেশটির সেনাবাহিনীর অভিযান শুরু হয়। এরপর থেকে জীবন বাঁচাতে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!