• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে সমাবেশ


নড়াইল প্রতিনিধি সেপ্টেম্বর ২০, ২০১৭, ০৫:২৩ পিএম
রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে সমাবেশ

নড়াইল: মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে নড়াইলের কালিয়ায় উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কেন্দ্রীয় ঈদগাহে তৌহিদী জনতার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, গোপালগঞ্জের গহরডাঙ্গা মাদরাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন।

কালিয়া শামসুল উলুম কওমী মাদরাসার অধ্যক্ষ মুফতি মো. শহীদুল্লাহ ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, কালিয়া পৌর মেয়র মুশফিকুর রহমান লিটন, ওলামালীগের উপজেলা সভাপতি মাওলানা জিল্লুর রহমান, মাওলানা বাহালুল, আবুল কালাম, জিনাত আলী, মাকসুদুল রহমান, আজিজুর রহমান, আব্দুর রহমান, শাহজাহান, আব্দুল্লাহ ইদ্রিস, মঈন উদ্দীন প্রমুখ।

বক্তারা বলেন, রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের জুলুম, নির্যাতন, খুন ও ধর্ষণ বন্ধ করতে হবে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!