• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ১৯, ২০১৭, ০৯:৩৫ এএম
রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

ঢাকা: রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজনে জাতিসংঘ সংস্কার বিষয়ক উচ্চ পর্যায়ের সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে মার্কিন প্রেসিডেন্ট স্থানীয় সময় সোমবার সকালে নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে এক বৈঠক হয়। এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন মার্কিন এ প্রেসিডেন্ট।

এ সময়  উচ্চ পর্যায়ের এই বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন- আমলাতন্ত্র ও অব্যবস্থাপনার কারণে জাতিসংঘের সম্ভাবনার পূর্ণ বিকাশ সম্ভব হচ্ছে না। এবারের সফরে রোহিঙ্গা ইস্যুর সমাধানে বিশ্ব নেতাদের সামনে বাংলাদেশের বক্তব্য তুলে ধরে এর সমাধান চাইবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এতে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!