• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গাদের আশ্রয় দিতে মানববন্ধন


রংপুর প্রতিনিধি ডিসেম্বর ২, ২০১৬, ০৯:১৫ পিএম
রোহিঙ্গাদের আশ্রয় দিতে মানববন্ধন

রংপুর : মায়ানমারে হত্যা ও নির্যাতনের শিকার অসহায় রোহিঙ্গাদের বাংলাদেশে সাময়িক আশ্রয় দেয়ার দাবি জানিয়ে মানববন্ধন করেছে রংপুরের সাধারণ মানুষ। শুক্রবার (২ ডিসেম্বর) জুমা’র নামাজের পর স্থানীয়দের উদ্যোগে রংপুর মহানগরীর নব্দিগঞ্জে এবং পীরগাছা উপজেলার কল্যানী ইউনিয়নে বিশাল মানববন্ধন করা হয়।

এসময় বক্তারা মানবিক দৃষ্টিতে সরকারের প্রতি আহবান জানিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে আসা ভাসমান রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় দেয়ার দাবি জানান। সীমান্ত এলাকায় আশ্রয় নিতে আসা অসহায় শিশু-বৃদ্ধ-বৃদ্ধাসহ নির্যাতিত এসব মানুষের ওপর যেনো নির্যাতন করা না হয় সেজন্য মিয়ানমার সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারকে দ্রুত আলোচনায় বসার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।

মানববন্ধনে রংপুর সিটি কর্পোরেশনের ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মোখতার আহমেদ, কল্যানী ইউপি চেয়ারম্যান নুর আলম, সাংবাদিক আফতাব আহমেদ, নব্দিগঞ্জ ঈদগাহ মাঠের ইমাম আব্দুস সালাম ফেরদৌস, স্থানীয় ইউপি সদস্য নেছার আহম্মেদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের স্থানীয় নেতারা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। 

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম
 

Wordbridge School
Link copied!