• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের জীবিকা নিশ্চিত করা হবে: সেতুমন্ত্রী


কক্সবাজার প্রতিনিধি ফেব্রুয়ারি ১২, ২০১৭, ০১:৪৬ পিএম
রোহিঙ্গাদের জীবিকা নিশ্চিত করা হবে: সেতুমন্ত্রী

কক্সবাজার: রোহিঙ্গা সমস্যাকে একটি মানবিক সংকট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, পর্যটন শহর কক্সবাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওখানে তাদের শুধু পুনর্বাসন না, জীবন-জীবিকাও নিশ্চিত করা হবে। আর যতদিন মিয়ানমার সরকার এসব মানুষকে ফেরত না নেবে, ততদিন মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

রোববার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কক্সবাজারের কলাতলীতে সৌন্দর্যবর্ধনকারী একটি সড়কের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, কক্সবাজার একটি স্বাস্থ্যকর স্থান। এখানে বিপুলসংখ্যক পর্যটক ভ্রমণে আসেন। এখানে অতিরিক্ত রোহিঙ্গা চাপ রয়েছে। কিন্তু অতিরিক্ত জায়গা নেই। এ পরিস্থিতিতে এদের অন্যত্র সরিয়ে নেয়া জরুরি।

অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, আগামী এপ্রিল মাসে বহু প্রত্যাশিত মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রীর সাথে সংসদ সদস্য আবদুর রহমান বদিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী শনিবার কক্সবাজার আসেন। এদিন বিকালে আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!