• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের দেখতে উখিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী


কক্সবাজার প্রতিনিধি সেপ্টেম্বর ১২, ২০১৭, ১১:৪৭ এএম
রোহিঙ্গাদের দেখতে উখিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

কক্সবাজার: মিয়ানমারের আরাকানর (রাখাইন) রাজ্যে দেশটির সেনাবাহিনীর নৃশংসতা ও নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের দেখতে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ে নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি সেখানে পৌঁছেন। এর আগে হোলিকপ্টারযোগে তিনি কক্সবাজারের ইনানি বিচে পৌঁছান।

গত সোমবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম জানিয়েছিলেন, ‘প্রধানমন্ত্রী সেখানকার বিভিন্ন ক্যাম্পে অবস্থানরত শরণার্থীদের অবস্থা পর্যবেক্ষণ করবেন। তিনি সেখানকার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং রোহিঙ্গাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন।’

জাতিসংঘের হিসাবে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সর্বশেষ সহিংসতা শুরুর পর গত দুই সপ্তাহে দেশটি থেকে তিন লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!