• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে প্রিয়াংকা চোপড়া


নিউজ ডেস্ক মে ২১, ২০১৮, ০৩:১৬ পিএম
রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে প্রিয়াংকা চোপড়া

ঢাকা : মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার পৌঁছেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া।

সোমবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে বিমানে কক্সবাজারের উদ্দেশে রওনা করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে এ কথা জানান তিনি।

এর আগে, ভোরে যুক্তরাজ্য থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় এসে অভিজাত হোটেলে অবস্থান করেন প্রিয়াংকা। ৩৫ বছর বয়সী এ তারকা জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের গুডভিল অ্যাম্বাসেডর।

এ হিসেবে প্রিয়াংকা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। গত বছর তিনি সিরিয়া যুদ্ধে আক্রান্ত শিশুদের পাশে দাঁড়িয়েছিলেন।

কয়েক দিন আগে এক অনুষ্ঠানে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের ইচ্ছার কথা জানান প্রিয়াংকা। শরণার্থীদের বিষয়ে তিনি বলেন, আমাদের সবাইকে বুঝতে হবে এটি একটি বৈশ্বিক মানবিক সংকট, আঞ্চলিক নয়।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই

Wordbridge School
Link copied!