• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের প্রবেশে বাধা না দিতে হাইকোর্টে রিট


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৮, ২০১৬, ০৩:৪৭ পিএম
রোহিঙ্গাদের প্রবেশে বাধা না দিতে হাইকোর্টে রিট

ঢাকা: বাংলাদেশের সীমান্ত দিয়ে মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের প্রবেশে বাধা না দিতে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু ইয়াহিয়া দুলাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি দায়ের করেন।

আবেদনে স্বরাষ্ট্র সচিব, বিজিবির মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আবু ইয়াহিয়া দুলাল জানান, আগামীকাল (২৯ নভেম্বর) মঙ্গলবার বিচারপতি কাজী রেজাউল হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।

প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর সহিংস অভিযান চালাচ্ছে দেশটির সেনা-পুলিশ বাহিনী। অভিযানে বহু রোহিঙ্গা নিহত ও আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। অপরদিকে, সেনা অভিযান শুরুর পর থেকেই বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের জন্য রোহিঙ্গাদের উপস্থিতি দিন দিন বেড়ে চলেছে। তবে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তারা রোহিঙ্গাদের আটক করে করে ফেরত পাঠাচ্ছে। 

এর পরেও অনুপ্রবেশের ঘটনা থামছে না। সেনা অভিযানে সংখ্যালঘু রোহিঙ্গাদের জীবনে নেমে এসেছে বিভিষীকা। সোচ্চার হয়েছে উঠেছে বিশ্ববিবেক। 

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!