• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার আভাস সু চির


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ১৯, ২০১৭, ০১:১১ পিএম
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার আভাস সু চির

ঢাকা: মিয়ানমার সেনাবাহিনীর হত্যা-নির্যাতনের হাত থেকে বাঁচতে বাংলাদেশসহ অন্যান্য দেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গা মুসলিমদের ফিরিয়ে নেয়ার আভাস দিয়েছেন দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টা ৪ মিনিটে টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া জরুরি ভাষণে তিনি এ ইঙ্গিত দেন।

সু চি বলেন, আমরা শান্তি চাই, ঐক্য চাই। যুদ্ধ চাই না। আমরা শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। শান্তি না আসা পর্যন্ত সেনা অভিযান চলবে। আমরা সব মানুষের দুর্ভোগ গভীরভাবে অনুভব করি। রাখাইনে শান্তি, স্থিতিশীলতা পুনরুদ্ধারে কাজ করছি। রাখাইনে বাস্তুচ্যুতদের সহায়তা দেয়া হচ্ছে।

আন্তর্জাতিক চাপে তার দেশ ভীত নয় জানিয়ে সু চি বলেন, বাংলাদেশে পালানোদের মধ্যে যারা পুনর্বাসনের জন্য যোগ্য বিবেচিত হবেন, যে কোনো সময় তাদের সঠিক অবস্থান যাচাই করবে মিয়ানমার।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!