• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রৌমারী সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি নিহত


কুড়িগ্রাম প্রতিনিধি ফেব্রুয়ারি ১০, ২০১৭, ১০:২৪ এএম
রৌমারী সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি নিহত

কুড়িগ্রাম: জেলার রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে টুলু মিয়া (৫৫) নাম এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন তার নাম সিফাত (৩৫)। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভোরে এ গুলির ঘটনা ঘটে।

দাঁতভাঙা ইউনিয়নের চেয়ারম্যান সামসুল ইসলাম জানান, ভোরে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশী ব্যবসায়ীরা সাত কড়াবাড়ি সীমান্তের ১০৫৫ ও ১০৫৬ নম্বর আন্তর্জাতিক পিলারের মাঝামাঝি স্থানে পৌঁছলে ভারতের গোধূলী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান কাউয়ারচর এলাকার টুলু মিয়া। আর গুলিবিদ্ধ সিফাতকে উদ্ধার করে অপর সহযোগীরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন।

বিজিবির দাঁতভাঙ্গা ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার হাসান এ হত্যাকান্ডের কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠিয়েছেন।

সোনালীনিউজ/ঢাকা/এআই/এমটিআই

Wordbridge School
Link copied!