• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ল’ রিপোর্টার্স ফোরাম কমিটি: সভাপতি আশুতোষ সম্পাদক পান্নু


আদালত প্রতিবেদক ফেব্রুয়ারি ২৪, ২০১৭, ১০:২৫ পিএম
ল’ রিপোর্টার্স ফোরাম কমিটি: সভাপতি আশুতোষ সম্পাদক পান্নু

ঢাকা: আইন সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠন ‘ল’ রিপোর্টার্স ফোরামের ২০১৭-২০১৮ কার্যবর্ষের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আশুতোষ সরকার এবং সাধারণ সম্পাদক পদে বৈশাখী টেলিভিশনের আজিজুল ইসলাম পান্নু নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে ফোরামের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন হয়।

কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি পদে এটিএন নিউজের প্রধান প্রতিবেদক মাশহুদুল হক, যুগ্ম সম্পাদক পদে দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক কবির হোসেন, কোষাধ্যক্ষ পদে বাংলাভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা, সাংগঠনিক সম্পাদক পদে গাজী টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মো. সাইদুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে রেডিও ধ্বনির নিউজ ব্রডকাস্টার আমিনুল ইসলাম মল্লিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে পূর্বপশ্চিম বিডি ডটনিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন, হাবিবুর রহমান (নয়া দিগন্ত), আবদুল জাব্বার খান  (ব্রেকিংনিউজ.কম.বিডি), আফজাল হোসেন (সময় টিভি), সুলাইমান নিলয় (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম), মেহেদি হাসান ডালিম (রাইজিং বিডি ডটকম)।

এই নির্বাচনে ১০৪ জন ভোটারের মধ্যে ৯৭জন ভোট প্রদান করেছেন। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন কালেরকণ্ঠের সিনিয়র রিপোর্টার আশরাফুল আলম। অন্য দুই কমিশনার হচ্ছেন, দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মিজান মালিক, তোফায়েল হোসেন।

সকাল থেকে শুরু হওয়া দিনব্যাপী এই আয়োজনে  প্রথমে বার্ষিক সাধারণ সভা হয়, যেখানে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম ও কোষাধ্যক্ষ  আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা তাদেও প্রতিবেদন উপস্থাপন করেন।

এরপর এই দুই প্রতিবেদনের ওপর আলোচনায় অংশ নেন সদস্যরা। গঠনতন্ত্রেও বেশ কয়েকটি সংশোধনী প্রস্তাবও ওঠে।

বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত নির্বাচনে ভোটদানের কাজ চলে। সন্ধ্যা ৭টার পর প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!