• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু


লক্ষ্মীপুর প্রতিনিধি এপ্রিল ২১, ২০১৭, ১০:৩৭ পিএম
লক্ষ্মীপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে রামগতি উপজেলার চরআব্দুল্লাহ ইউনিয়নের চরগজারিয়া জনতা বাজার ও সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মটবী এলাকায় এই বজ্রপাতের ঘটে।

মৃতরা হলো- আহাম্মদ উল্যাহ (৬৫) ও রিয়াদ হোসেন (১৮)। এদের মধ্যে আহাম্মদ উল্যাহ রামগতি উপজেলার চরআব্দুল্লাহ ইউনিয়নের চরগজারিয়া জনতা বাজার এলাকার বাসিন্দা এবং রিয়াদ সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মটবী এলাকার নুর মোহাম্মদ সওদাগরের ছেলে।

রামগতি উপজেলার চরগজারিয়া এলাকার বাসিন্দা মো. তছলিম জানান, বিকেলে ঝড়-বৃষ্টির সময় বৃদ্ধ আহাম্মদ উল্যাহ প্রকৃতির ডাকে সাড়া দিতে বসতঘর থেকে বের হন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে, বাড়ির পাশে ক্ষেতে কাজ করার সময় বৃষ্টি শুরুর একপর্যায়ে হঠাৎ বজ্রপাত ঘটলে রিয়াদ গুরুত্বর আহত হয়। পরে স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে স্থানীয়রা জানান।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!