• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লঞ্চের ধাক্কায় ৩১ গরু নিয়ে ট্রলার ডুবি, ৩ রাখাল নিখোঁজ


নারায়ণগঞ্জ প্রতিনিধি আগস্ট ১৯, ২০১৮, ০২:০২ পিএম
লঞ্চের ধাক্কায় ৩১ গরু নিয়ে ট্রলার ডুবি, ৩ রাখাল নিখোঁজ

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ৩১টি গরু নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এতে তিনজন রাখাল নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন তিনজন। এ ঘটনায় দায়ী লঞ্চের মাস্টার ফারুক হোসেনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় বুড়িগঙ্গা নদীতে ফতুল্লা লঞ্চ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফরিদপুর থেকে ৩১টি গরু নিয়ে কোরবানির পশুর হাটে বিক্রির জন্য একটি ট্রলার ফতুল্লা হাটে আসে। ঘাটে ভিড়ার সময় ফতুল্লা লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাওয়ার সময় দুটি লঞ্চের চাপায় পড়ে গরুবাহী ট্রলারটি ডুবে যায়।

এ সময় ট্রলারে থাকা রাখালরা গরু বাঁচানোর জন্য রশি কাটতে কাটতে ডুবে যান। তাঁরা এখনো নিখোঁজ আছেন। গরু বাঁচাতে গিয়ে আহত হন তিনজন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার জন্য দায়ী লঞ্চ এমভি ধুলিয়া-১ ও এমভি আওলাদ শাহ ঢাকা থেকে ফতুল্লা লঞ্চঘাটে এসেছিল। যাত্রী নিয়ে তারা পটুয়াখালী  যাচ্ছিল। পুলিশ এমভি ধুলিয়া-১-এর মাস্টার ফারুক হোসেনকে আটক করেছে। এমভি আওলাদ শাহর লোকজন পালিয়ে গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাঁচটি গরু উদ্ধার হয়েছে বলে জানা গেছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!