• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লন্ডন হামলার দায় স্বীকার আইএসের


আন্তর্জাতিক ডেস্ক জুন ৫, ২০১৭, ০৯:৫৬ এএম
লন্ডন হামলার দায় স্বীকার আইএসের

ঢাকা: লন্ডনে ফের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। পৃথক তিনটি সন্ত্রাসী হামলায় সাতজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন প্রায় ৪৮ জন।

এদিকে শনিবার (৩ জুন) রাতে লন্ডনের প্রাণকেন্দ্র লন্ডন ব্রিজের কাছে পৃথক ওই তিনটি হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। খবর- সিএনএন।

সিএনএন বলছে, আইএসের মুখপত্র আমাক নিউজ এজেন্সিতে এ হামলার দায় স্বীকার করা হয়েছে। তবে সিএনএনের সন্ত্রাস বিষয়ক বিশ্লেষক পল ক্রুইকশাঙ্ক বলছে, দাবির সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি আইএস।

শনিবারের ওই ঘটনার পরপরই পুলিশের গুলিতে তিন হামলাকারী নিহত হন। এরপর দেখা যায় তাদের শরীরে যে সুইসাইড বেল্ট বাঁধা ছিল সেগুলো নকল।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের গুলিতে নিজেদের মৃত্যু নিশ্চিত করতেই নকল সুইসাইড বেল্ট শরীরে বেঁধেছিলেন হামলাকারীরা।

চলতি বছরে যুক্তরাজ্যে এটি তৃতীয় সন্ত্রাসী হামলার ঘটনা।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!