• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লন্ডনে নেমেই কোহলির হুঙ্কার


ক্রীড়া ডেস্ক মে ২৬, ২০১৭, ১২:৫৭ পিএম
লন্ডনে নেমেই কোহলির হুঙ্কার

ঢাকা: ইংল্যান্ডে পৌঁছেই দলের শক্তিমত্তা নিয়ে কথা বলেছেন বিরাট কোহলি। গতবার চ্যাম্পিয়ন দলের চেয়েও এবার দল শক্তিশালী বলে সংবাদ সম্মেলনে  জানিয়ে দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভার। চার বছর পর ইংল্যান্ডেই হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি।

এবারও ভারতকে ফেবারিট হিসেবে ধরছে ক্রিকেট বোদ্ধারা। ৪ জুন এজবাস্টনে পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। গ্রুপ ‘বি’ তে ভারত, পাকিস্তান ছাড়াও রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা।

বৃহস্পতিবার লন্ডনে পৌঁছেছে বিরাট কোহলিরা। সেখানে নেমে কোহলি বলেন, ‘প্রথমবার আইসিসির বড় টুর্নামেন্টে দেশকে নেতৃত্ব দিতে পেরে খুব রোমাঞ্চ অনুভব করছি। গতবার আমরা জিতেছিলাম কারণ আমাদের পেস বোলাররা দারুণ বল করেছিল। স্পিনার এবং ওপেনিং ব্যাটসম্যানরা দারুণ খেলেছিল। কিন্তু এবারের দল আরো শক্তিশালী৷  এই দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে।’ কোহলি ছাড়াও ধোনি, যুবরাজ, রোহিত, রাহানে এবং অশ্বিনের মতো ম্যাচউইনারর রয়েছে দলে।

এজবাস্টনে পাক-ভারত মহারণের আগে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে কেনিংটন ওভালে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচের পর মঙ্গলবার  ভারত খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৩টায়। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!