• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

লন্ডনে ‘ভাগ্য নির্ধারণী মিশনে’ সিলেট বিএনপি


সিলেট প্রতিনিধি জুলাই ২৪, ২০১৭, ০৩:৫২ পিএম
লন্ডনে ‘ভাগ্য নির্ধারণী মিশনে’ সিলেট বিএনপি

সিলেট : দুয়ারে কড়া নাড়ছে দুটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এর একটি একাদশ জাতীয় সংসদ, অপরটি সিলেট সিটি করপোরেশন নির্বাচন। এই দুটি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশি সিলেট বিএনপির নেতারা ছুটছেন লন্ডন তথা যুক্তরাজ্যে। সেখানেই অবস্থান করছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পুরো জিয়া পরিবার।

লন্ডনেই দলীয় প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে-এমন আশায়-ই সেখানে সিলেট বিএনপির নেতাদের ছুটেচলা। ইতোমধ্যে লন্ডনে অবস্থান নিয়েছেন সিলেট বিএনপির প্রায় দেড় ডজন নেতা। সহসাই ‘লন্ডন মিশর’-এ যুক্ত হওয়ার কথা আরও ডজনখানেক নেতার। সব মিলিয়ে সিলেট বিএনপি পরিবারের দৃষ্টি এখন লন্ডনের দিকে।

দলীয় সূত্র জানিয়েছে, ইতোমধ্যে লন্ডনে অবস্থান করছেন সিলেট-২ আসনের মনোনয়ন প্রত্যাশি বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা, দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, সিলেট-৩ আসনে মনোনয়ন প্রত্যাশি যুক্তরাজ্য বিএনপির সভাপতি মালেক খান ও সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার আবদুস সালাম, সিলেট-৪ আসনে মনোনয়ন প্রত্যাশি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট সামসুজ্জামান জামান, সিলেট-৬ আসনে মনোনয়ন প্রত্যাশি যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি সায়েস্তা খান কুদ্দুস ও যুক্তরাজ্য জাসাসের সভাপতি আবদুস সালাম,

বিএনপির সিলেট জেলা কমিটির উপদেষ্টা মাওলানা রশীদ আহমদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরী, সুনামগঞ্জ-২ আসনে মনোনয়ন প্রত্যাশি যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক তাহির রায়হান চৌধুরী পাবেল, হবিগঞ্জ-২ আসনে মনোনয়ন প্রত্যাশি সৌদি বিএনপির সভাপতি ও নির্বাহী সদস্য আহমেদ মুকিব আব্দুল্লাহ, মৌলভীবাজার-১ আসনে মনোনয়ন প্রত্যাশি শিল্পপতি নাসির উদ্দিন আহমেদ মিটু ও জাসাস নেতা দারাদ আহমেদ এবং সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশি মহাগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

এছাড়া সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট-১ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এম নাসের রহমান,

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. রফিক চৌধুরী, সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন, সিলেট মহানগর বিএনপির সহ সভপতি ও সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীসহ স্থানীয় বিএনপির আরও অনেক নেতা ‘খালেদা-তারেক’র লন্ডন মিশনে যোগ দেয়ার কথা রয়েছে।

পাশাপাশি দীর্ঘদিন ধরে আমেরিকায় অবস্থানরত সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সহ সভাপতি মামুনুর রশীদ মামুন, সিলেট-৩ আসনের সাবেক বিএনপি দলীয় সাংসদ শফি আহমদ চৌধুরীও দেশে ফেরার পথে লন্ডনে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তাদের পারিবারিক সূত্র জানিয়েছে।

এদিকে সিলেট বিএনপির দায়িত্বশীল নেতারা লন্ডনমুখী হওয়ায় জেলা ও মহানগর কমিটির শুরু হওয়া দলে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচিও হোঁচট খাওয়ার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমেও কিছুটা শিথিলতা দেখা দেয়ার আশঙ্কা করছেন দলটির তৃণমূল নেতাকর্মীরা।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, সিলেটের অনেক নেতাইতো লন্ডনে অবস্থান করছেন। কেউ সম্প্রতি গেছেন, কেউ কেউ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে তাদের যাওয়া-আসা সাংগঠনিক কর্মকাণ্ডে কোনো প্রভাব পড়ছে না।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই

Wordbridge School
Link copied!