• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লন্ডনে হামলার দায় স্বীকার আইএসের


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ২৩, ২০১৭, ০৭:৩৬ পিএম
লন্ডনে হামলার দায় স্বীকার আইএসের

ঢাকা: হাউস অব কমন্সের অধিবেশন চলার সময় ব্রিটিশ পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে আইএস। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমনটা নিশ্চিত করা হয়েছে। আমাক নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে বলে দাবি করেন রয়টার্স।

বুধবারের এ হমলার ঘটনায় বৃহস্পতিবার (২৩ মার্চ) দায় স্বীকার করল মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

বুধবার (২২ মার্চ) লন্ডনের পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলায় পুলিশ কর্মকর্তা, হামলাকারীসহ ছয় ব্যক্তি নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন ওই হামলাকারী। এ ঘটনা যখন ঘটে, তখন পার্লামেন্টের যৌথ অধিবেশন চলছিল। আহত হয়েছেন অন্তত ৪০ জন।

লন্ডনের ওয়েস্টমিনস্টার সেতু ও পার্লামেন্ট প্রাঙ্গণে বুধবারের সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

যুক্তরাজ্যের পুলিশ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে বিবেচনা করছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিমানবন্দর ও মেট্রো স্টেশনে একযোগে তিনটি সন্ত্রাসী হামলার এক বছর পূর্তির দিনেই লন্ডনে এ ঘটনা ঘটল। ব্রাসেলসের হামলায় নিহত হয়েছিলেন ৩২ জন।

যুক্তরাজ্যে ‘সন্ত্রাসী’ হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৬

ব্রিটিশ সংসদের বাইরে গোলাগুলি, হামলাকারী গুলিবিদ্ধ


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!