• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লন্ডনে ২ বাংলাদেশির ওপর অ্যাসিড হামলা


প্রবাস ডেস্ক জুলাই ২৭, ২০১৭, ০৯:৪৬ এএম
লন্ডনে ২ বাংলাদেশির ওপর অ্যাসিড হামলা

ঢাকা: পূর্ব লন্ডনের বেথনালগ্রিন এলাকায় বাংলাদেশি বংশোদ্ভূত দুই তরুণ অ্যাসিড হামলার শিকার হয়েছেন।স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে বেথনাগ্রিনের রোমান রোডে তারা হামলার শিকার হন।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয় আক্রান্ত তরুণদের একজন ২৪ বছর বয়সী শাখাওয়াত হোসেন এবং অপরজন নিজের পরিচয় জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অক্রান্ত দুজন লোকজনের কাছে তাৎক্ষণিকভাবে সহায়তা চান। তবে তাদের উপর অ্যাসিড হামলার বিষয়টি তারা নিশ্চিত নন। অ্যাসিডের মতো মারাত্মক দাহ্য পদার্থ দিয়ে হামলা হয়েছে। এতে করে দুই তরুণের মুখ ও ঘাড়ের চামড়া বিকৃত হয়ে গেছে। তবে এখন পর্যন্ত হামলার ওই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি দেশটির পুলিশ।

বাংলাদেশি দু’জন এমন এক সময়ে হামলার শিকার হলেন, যখন একের পর এক অ্যাসিড হামলা নিয়ে দেশটিতে আতঙ্ক বিরাজ করছে। গত দুই সপ্তাহে লন্ডনে অ্যাসিড-জাতীয় পদার্থ দিয়ে এটি তৃতীয় হামলার ঘটনা।

১৩ জুলাই লন্ডনে পাঁচটি ভিন্ন স্থানে দেড় ঘণ্টার ব্যবধানে অ্যাসিড হামলার ঘটনা ঘটে। এর তিন দিন পর বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার মাইল এন্ড এলাকায় দুজনের ওপর অ্যাসিড হামলা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!