• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লন্ডনের বহুতল মার্কেটে ভয়াবহ আগুন


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১০, ২০১৭, ০৯:৩১ এএম
লন্ডনের বহুতল মার্কেটে ভয়াবহ আগুন

ঢাকা: উত্তর লন্ডনের ক্যামডেন লক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার রাতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর ডেইলি মেইল ও গার্ডিয়ানের।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৭০ জন দমকল কর্মী ও ১০টি ফায়ার ইঞ্জিন।

লন্ডন ফায়ার সার্ভিস জানায়, এখনই আগুনের কারণ বলা যাচ্ছে না। এখনও কোনও প্রাণহানির খবরে পাওয়া যায়নি। ভবনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলা এবং ছাদে এখনও আগুন জ্বলছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। বাতাসের কারণে আশপাশেও আগুন লেগে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

লন্ডন ফায়ার সার্ভিসের এক মুখপাত্র জানান, আমরা ঘটনাস্থলে একজন ক্লিনিকাল টিম লিডার ও এরিয়া রিসপন্স টিম পাঠিয়েছি। এখনও কাউকে আমাদের চিকিৎসা দিতে হয়নি। তবে আমরা প্রস্তুত রয়েছি। মেট্রোপলিটন পুলিশ জানায়, সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন।

মার্কেটটিতে ১ হাজারেরও বেশি দোকান রয়েছে। এর আগে ২০০৮ সালেও ক্যামডেন মার্কেটটিতে আগুন লেগেছিলো। আর কিছুদিন আগেই লন্ডনের গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সেখানে প্রাণ হারান ৭০ জনেরও বেশি মানুষ। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশিও।

এর আগে ২০০৮ সালে লন্ডনের জনপ্রিয় ক্যামডেন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!