• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লন্ডনের রত্নভান্ডার কিনছে আইসিবিসি


আন্তর্জাতিক ডেস্ক মে ১৭, ২০১৬, ০৬:০৬ পিএম
লন্ডনের রত্নভান্ডার কিনছে আইসিবিসি

লন্ডনের একটি বিশাল রত্নভান্ডার কিনতে রাজি হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাংক চীনের আইসিবিসি স্ট্যান্ডার্ড ব্যাংক।

বিবিসি বলছে, সম্পদ বিবেচনায় আইসিবিসি স্ট্যান্ডার্ড ব্যাংক এখন বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক। এর মাধ্যমে পশ্চিমা অর্থনীতির অন্যতম কেন্দ্র যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে চীনের প্রথম ব্যাংক হিসেবে একটি ভান্ডারের মালিক হতে চলেছে আইসিবিসি। নিজেদের মূল্যবান ধাতুর ব্যবসা আরো বাড়ানোর লক্ষ্য নিয়েই রত্নভান্ডারটি কিনছে ব্যাংকটি।  

ভান্ডারটি বিক্রি করছে ব্রিটিশ বহুজাতিক ব্যাংকিং ও অর্থনৈতিক কোম্পানি বার্কলেস। এই রত্নভান্ডারটিতে দুই হাজার মেট্রিক টন সোনা, রূপা, প্লাটিনাম ও প্যালাডিয়াম থাকতে পারে।

এই ভান্ডারটি ইউরোপের অন্যতম সর্ববৃহৎ রত্নভান্ডার এবং এটি নির্মাণে এক বছরেরও বেশি সময় লেগেছিল। বার্কলেস ২০১২ সালে এটি চালু করে। লন্ডনের চারদিকে ঘিরে থাকা মোটরওয়ে এম২৫ এ এই ভান্ডারটি অবস্থিত জানালেও সঠিক অবস্থানটি অজ্ঞাতই রেখেছে বার্কলেস।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!