• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লর্ডস টেস্ট জিতে জরিমানার কবলে পাকিস্তান


ক্রীড়া ডেস্ক মে ২৮, ২০১৮, ০৮:০০ পিএম
লর্ডস টেস্ট জিতে জরিমানার কবলে পাকিস্তান

ঢাকা: লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে জয়ী সিরিজের প্রথম টেস্টে ধীর-গতির বোরিংয়ের কারনে জরিমানার কবলে পড়লো পাকিস্তান ক্রিকেট দল। অধিনায়ক সরফরাজ আহমেদকে ম্যাচ ফি’র ৬০ শতাংশ এবং দলের অন্যান্য খেলোয়াড়দের ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করেছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসি জানিয়েছে, আগামী ১২ মাসের মধ্যে আবারো একই অপরাধ করলে এক টেস্টে নিষিদ্ধ হবেন সরফরাজ। পাকিস্তান দলপতি নিজেদের দোষ স্বীকার করে নেয়ায় কোন আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে রোববার স্বাগতিক ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান। তবে নির্ধারিত সময়ের চেয়ে তিন ওভার বেশি সময় নেয়ায় সরফরাজের দলকে জরিমানা করেন আইসিসি ম্যাচ রেফারির এলিট প্যানেলের জেফ ক্রো। ম্যাচের চার আম্পায়ার, অন-ফিল্ডের পল রাইফেল, রড টাকার, তৃতীয় আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড ও চতুর্থ আম্পায়ার রব বেইলির অভিযোগে জরিমানা নির্ধারন করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!