• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

লাইফ সাপোর্টে ভারতের সাবেক প্রধানমন্ত্রী বাজপেয়ী


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১৬, ২০১৮, ০৩:৫২ পিএম
লাইফ সাপোর্টে ভারতের সাবেক প্রধানমন্ত্রী বাজপেয়ী

ঢাকা: লাইফ সাপোর্টে রয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। মূত্রনালিতে সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যায় প্রায় দু মাস ধরেই অসুস্থতায় ভুগছেন তিনি।

এদিকে, সাবেক এই প্রধানমন্ত্রীর অসুস্থতার কথা শুনে হাসপাতালে ছুটে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজপেয়ীর শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। হাসপাতালে প্রায় ৫০ মিনিটের মতো সময় কাটান মোদী।  

হাসপাতালে নেফ্রোলজি, কার্ডিওলজি, গ্যাস্ট্রোএনটেরোলজি এবং পালমোনোলজি বিভাগের চিকিৎসকদের নিয়ে গঠিত একটি মেডিকেল টিম তার শারীরিক অবস্থার সর্বক্ষণ নজর রাখছে।

চিকিৎসক আরতি ভিজ জানান, ‘গত ৯ সপ্তাহ ধরে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী হাসপাতালে ভর্তি রয়েছেন। দুর্ভাগ্যজনক ভাবে গত ২৪ ঘণ্টায় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অবস্থা সঙ্কটজনক। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।’ সূত্র: আনন্দবাজার


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!