• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লাকী আখন্দের জন্য পারফর্ম করবে ৩০টি ব্যান্ড


বিনোদন প্রতিবেদক আগস্ট ১৪, ২০১৬, ০১:০৪ পিএম
লাকী আখন্দের জন্য পারফর্ম করবে ৩০টি ব্যান্ড

বরেণ্য সুরকার, সংগীত পরিচালক ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দ ফুসফুসে ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে শয্যাযায়ী। তার চিকিৎসার জন্য এগিয়ে আসছেন ভক্ত ও অনুরাগীরা। 

এদিকে অসংখ্য কালজয়ী গানের এই সুরকারের পাশে দাঁড়াচ্ছেন শিল্পীরাও। আগামী ১৬ ও ১৭ই আগস্ট সন্ধ্যায় ‘ট্রিবিউট টু স্যার লাকী আখন্দ’ নামে দুদিনের কনসার্টের আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে প্রায় ৩০টি ব্যান্ড এ কনসার্টে পারফর্ম করবে। ব্যান্ডগুলো হলো ‘তাহসান দ্য ব্যান্ড’, আর্ভোভাইরাস, অ্যাভয়েড রাফা, ওল্ড স্কুল, অ্যাশেস, সহজিয়া, চাতক, ওয়ারসাইট, দুর্গ, অর্জন, হ্যাশ, নিউ সোনার বাংলা সার্কাস, আনস্পেসিফাইড, এক্সেনেমি, আপেক্ষিক, অর্ব অব উইন্টার, অ্যাক্রিড, অজ্ঞাতনামা, মানব, অসৃক, ঢাকা ১২০৭, রোদ, ইকুয়েশন, স্ক্রিচ, ফ্রিড, নীলনকশা, স্কিলড ও রেডিয়েশন। 

‘ট্রিবিউট টু স্যার লাকি আখন্দ’ কনসার্ট উপভোগ করার জন্য কোনো টিকিটের ব্যবস্থা রাখা না হলেও প্রবেশ পথে ৫০ টাকা দিয়ে কনসার্ট উপভোগ করা যাবে। 

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!