• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লাঙ্গলবন্দে স্নানোৎসবে পুণ্যার্থীদের ঢল


নারায়ণগঞ্জ প্রতিনিধি মার্চ ২৪, ২০১৮, ১১:৩৫ পিএম
লাঙ্গলবন্দে স্নানোৎসবে পুণ্যার্থীদের ঢল

ঢাকা : অষ্টমী স্নানোৎসব উপলক্ষে শনিবার (২৪ মার্চ) ব্রহ্মপুত্র নদে ছিল হিন্দু পুণ্যার্থীদের ব্যাপক সমাগম। জেলার বন্দর উপজেলার লাঙ্গলবন্দে সকাল ১০টা ১৪ মিনিট ১০ সেকেন্ডে স্নানোৎসবের লগ্ন শুরু হয়, যা চলে আজ রোববার সকাল পর্যন্ত। বিদেশি অনেক পুণ্যার্থীও উৎসবে যোগ দিয়েছেন।

২০১৫ সালে পদদলনে নিহতের ঘটনার পর এবার বেশ সতর্ক প্রশাসন। তাই উৎসব ঘিরে কড়াকড়িও বেশি। তবে জামা-কাপড় বদলানোর জায়গার অভাব ছাড়া তেমন কোনো অভিযোগ নেই আগতদের। ফরিদপুর থেকে পরিবারের সদস্যদের নিয়ে আসা রাজীব সাহা ও রাজবাড়ীর সারথি দাস উৎসবকে ঘিরে আয়োজনে নিজেদের সন্তুষ্টির কথা জানান।

বাংলাদেশ হিন্দু কল্যাণ সংস্থার কেন্দ্রীয় সদস্য রণজিৎ মোদক জানান, ললিত সাধুর ঘাট, রাজঘাট, কালীগঞ্জ ঘাট, মা কুঁড়ি সাধুর ঘাট, মহাত্মা গান্ধী ঘাট, বড়দেশ্বরী ঘাট, জয়কালী ঘাট, রক্ষাকালী ঘাট, প্রেমতলা ঘাট, চর শ্রীরাম ঘাট, সাবদী ঘাট, বাসনকালী ও জগৎবন্ধু ঘাটে প্রচুর লোক সমাগম ঘটেছে।

প্রতিটি ঘাটে নির্দিষ্ট স্থান পর্যন্ত রয়েছে বাঁশের বেড়া। রয়েছে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের টহল টিম। ৩৩টি ধর্মীয় স্বেচ্ছাসেবী সামাজিক সেবামূলক সংগঠন পুণ্যার্থীদের সেবায় ক্যাম্প স্থাপন করেছে। নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের উদ্যোগে খোলা হয় চিকিৎসা ক্যাম্প। এ ছাড়া সকাল থেকেই তদারকি করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা জানান, ভারত, নেপালসহ বিভিন্ন দেশ থেকে অনেক বিদেশি এসেছেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক জানান, স্নানোৎসব ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

‘হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য আমার পাপ হরণ কর’- মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পাপমুক্তির বাসনায় হিন্দু পুণ্যার্থীরা ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান শুরু করেন। ব্রহ্মপুত্রে স্নানমন্ত্র পাঠপূর্বক নিজ নিজ ইচ্ছা অনুযায়ী ফুল, বেলপাতা, ধান, দূর্বা, হরীতকী, ডাব, আম্রপল­ব ইত্যাদি দিয়ে পিতৃকুলের উদ্দেশে তর্পণ করেন ভক্তরা। লগ্ন অনুযায়ী স্নান চলবে রোববার সকাল ৭টা ৫২ মিনিট ৫০ সেকেন্ড পর্যন্ত।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!