• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লাল সবুজের বাঘিনীদের এশিয়াকাপ জয়


মো. গোলাম মোস্তফা (দুঃখু) জুন ১১, ২০১৮, ১১:২৯ এএম
লাল সবুজের বাঘিনীদের এশিয়াকাপ জয়

লাল সবুজের বাঘিনীদের এশিয়া কাপ জয়

মো. গোলাম মোস্তফা (দুঃখু)

বাংলার বাঘিনী দেখাবে খেলা,
দেখবে বিশ্ব অবাক নয়নে।
খেলতে এসেছি বাংলাদেশ থেকে,
এশিয়া কাপ যাবে বাংলার ঘরে।

আমরা বাংলাদেশের প্রাণ,
খেলবো আমরা, খেলা দেখাবো
চার ছয়ের মেলা।

সালমা আমি বাংলার মেয়ে,
নিতে এসেছি এশিয়া কাপ ।

জয় ছাড়া কোন কথা নয়!
আমরা বাঘিনী দেখাতে জানি,
স্বপ্ন হলো জয়ের জন্য।

আমরা খেলার মাঠে,
বাংলার মানুষের চোখ
টিভির পর্দায়।

জয়ের মাঠে আমরা লাল সবুজের দেশ,
এই খেলার সাথে আছে লাল সবুজের ভালোবাসা।

শেষ বলে দুই প্রয়োজন,
খেলার মাঠে চিন্তার মেলা।
এক বলে হবে কি জয়!
বাংলার বুকে এমনি ভয়।

ভারত বলে তারা সেরা!
বাংলার বাঘিনীরা বলে,
বাংলা এখন সেরা দলে।

হালকা করে দেখো না বাংলার বাঘিনী কে!
এক বলে দুই  বাংলার বাঘিনীরা নিতে জানে।

জাহানারারে হাতে ব্যাট,
বাংলার বুকে চিন্তার সাগর।
কি হবে এই বলে!
বাংলার বাঘিনীরা কি পারবে,
এমন রান নিতে।

ভারতের বোলার করলো বল,
বাংলার বাঘিনী হাঁকালো ব্যাট!
জিতে যায় বাংলাদেশ।

জয় জয় বাংলাদেশের বাঘিনীদের জয়,
স্বাগতম লাল সবুজের বাঘিনী।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!