• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লালবাগ কেল্লা থেকে আবুল হাসেমের বাড়ি অপসারণের নির্দেশ


আদালত প্রতিবেদক মে ৩১, ২০১৭, ০৫:৫৬ পিএম
লালবাগ কেল্লা থেকে আবুল হাসেমের বাড়ি অপসারণের নির্দেশ

ঢাকা: লালবাগ কেল্লার সীমানার মধ্যে থাকা জনৈক আবুল হাসেমের বাড়ি তিন মাসের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে ওই বাড়ির মালিককে ক্ষতিপূরণ হিসেবে ৪০ লাখ টাকা সরকারকে দিতে বলেছেন আদালত।

এ বিষয়ে করা রিভিউ আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আজ বুধবার (৩১ মে) আদালতে রিভিউ আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আইনজীবী মনজিল মোরসেদ জানান, ২০১১ সালে লালবাগ কেল্লার সীমানার ভিতরে থাকা অবৈধ স্থাপনা অপসারণে হাইকোর্টে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে রিট আবেদন করা হয়।

সেই আবেদনের শুনানি নিয়ে একই বছর হাইকোর্টের একটি বেঞ্চ লালবাগ কেল্লার সীমানার ভিতরে থাকা অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেন। পরে এই আদেশ আপিল বিভাগে স্থগিত থাকা অবস্থায় এক রিভিউ আবেদনের প্রেক্ষিতে গত এপ্রিল মাসে আপিল বিভাগ লালবাগ কেল্লার সীমানার মধ্যে থাকা কী কী অবৈধ স্থাপনা আছে তা জানতে চান। এ বিষয়ে প্রতিবেদন দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের একজন অধ্যাপকসহ তিনজনকে নির্দেশ দেন। ওই কমিটি ২৫ মে আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে লালবাগ কেল্লার সীমানার মধ্যে থাকা অবৈধ স্থাপনার মধ্যে জনৈক আবুল হাসেমের বাড়ির কথা উল্লেখ করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!