• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লালমনিরহাটে ছাত্রলীগ নেতাকে পেটালেন দলের বহিষ্কৃত নেতা


লালমনিরহাট প্রতিনিধি মার্চ ১৬, ২০১৮, ০৩:১৬ পিএম
লালমনিরহাটে ছাত্রলীগ নেতাকে পেটালেন দলের বহিষ্কৃত নেতা

লালমনিরহাট : জেলার আদিতমারী উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদকের হামলায় আহত হয়েছেন উপজেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক মাঈদুল ইসলাম বাবু (২৮)। বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকেল ৪টার দিকে আদিতমারী উপজেলার জনতা ব্যাংক মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ৭ মার্চ রাতে মাদকসহ একটি মোটরসাইকেল আটক করিয়ে পুলিশে দেন বর্তমান ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাঈদুল। এর আগে ওই মোটরসাইকেলটি পুলিশে না দিয়ে বিক্রি করার প্রস্তাব দিয়েছিলেন উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আবু সাঈদ মুরাদ। এতে  রাজি  না  হওয়ায় মাঈদুল ও  তার লোকজনের ওপর ক্ষিপ্ত হন বহিষ্কৃত নেতা মুরাদ।

এরই জের ধরে বিকেলে বৃহস্পতিবার বিকেলে মাঈদুলকে একা পেয়ে দেশি অস্ত্র দিয়ে মারধর করে জখম করেন তিনি। পরে স্থানীয়রা এগিয়ে এসে মাঈদুলকে উদ্ধার করে তাৎক্ষণিক আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনার পর আত্মগোপন করেছেন মুরাদ।

আদিতমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল হোসেন বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনা রাজনৈতিক ভাবেই মোকাবেলা করা হবে। জেলা ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম জানান, দলের সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাইফুল ইসলাম জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে এখনো কেউ মামলা করেননি। মামলা হলে ব্যবস্থা নেয়া হবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!