• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে ধর্ষণের দায়ে একব্যক্তির যাবজ্জীবন


লালমনিরহাট প্রতিনিধি মে ২২, ২০১৬, ০৬:৫৪ পিএম
লালমনিরহাটে ধর্ষণের দায়ে একব্যক্তির যাবজ্জীবন

লালমনিরহাটে আট বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে রফিকুল ইসলাম রফিক নামে একব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম দন্ডাদেশ প্রদান করেছেন আদালত।

রোববার (২২ মে) বিকেল ৩টায় এ রায় দেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিঞা মোহাম্মদ আলী আকবার আজিজী।

সাজাপ্রাপ্ত রফিকুল লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ধাইরখাতা এলাকার আবেদ আলীর ছেলে।

আদালত সূত্র জানায়, গত ২০০২ সালের ১২ মে বিকেলে লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়ন দিয়ে বয়ে যাওয়া রাতাই নদীতে মাছ ধরতে গেলে প্রতিবেশী রফিক ৮ বছরের ওই শিশুকে পার্শ্ববর্তী আখ ক্ষেতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার দিন শিশুটির বাবা বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

লালমনিরহাট সদর থানা পুলিশ ওই সালের ২৩ সেপ্টেম্বর ধর্ষক রফিকুলের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এছাড়া ২০০৫ সালের ১৭ অক্টোবর আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে রফিকুলের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!