• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লাহোরে পুলিশঘাঁটিতে আত্মঘাতী, নিহত ৯


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১৫, ২০১৮, ০৯:২২ এএম
লাহোরে পুলিশঘাঁটিতে আত্মঘাতী, নিহত ৯

ঢাকা: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে একটি পুলিশ ঘাঁটির সামনে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে উগ্রপন্থি সংগঠন তেহরিক-ই-তালেবান। এতে পাঁচ পুলিশ সদস্যসহ কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ২৭ জন।

স্থানীয় সময় বুধবার (১৪ মার্চ) এশার নামাজের পরে এই হামলার ঘটনা ঘটে বলে গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  

প্রাথমিকভাবে এই হামলাকে পুর্ব পরিকল্পিত মনে করা হলেও, পরে জানা গেছে যে পুলিশকে লক্ষ্য করে, মোটরসাইকেলে এগিয়ে গিয়ে শক্তিশালী বোমাটির বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারী। পুলিশ ঘাঁটিসহ সেখানে একটি ধর্মীয় সংগঠনের দপ্তর হওয়ায়, তাদের লক্ষ্য করেও হামলা চালানো হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয় সময় বুধবার, এশার নামাজের পর ওই সংগঠনটির বেশিরভাগ সদস্য রাস্তায় অবস্থান করছিলেন। ঠিক তখনই বিস্ফোরিত হয় বোমাটি।

হামলার পরই এর দায় স্বীকার করে বিবৃতি দেয় পাকিস্তান তালেবানের অঙ্গ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!