• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লিখিত পরীক্ষার ফল প্রকাশ না করে ভাইবা কেন অবৈধ নয়: হাইকোর্ট


আদালত প্রতিবেদক এপ্রিল ১০, ২০১৭, ০৩:৩০ পিএম
লিখিত পরীক্ষার ফল প্রকাশ না করে ভাইবা কেন অবৈধ নয়: হাইকোর্ট

ঢাকা: ১৩তম বেসরকারী স্কুল ও কলেজের শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত ফলাফল জনসম্মুখে প্রকাশ না করে ভাইবা পরীক্ষা নেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারী করেছেন হাইকোর্ট।

সোমবার (১০ এপ্রিল) এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানী করে বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানী করেন অ্যাড তাজুল ইসলাম ও অ্যাডভোকেট আসাদ উদ্দিন।

আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, এনটি আরসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদেরকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। জামালপুর, যশোর, ঝিনাইদহ দেশের বিভিন্ন জেলার ২৬ জন গতকাল ৯ এপ্রিল রিট আবেদনটি করেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!