• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লিটনের আসনে নৌকার প্রার্থী মোস্তফা


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৪, ২০১৭, ১০:২৭ পিএম
লিটনের আসনে নৌকার প্রার্থী মোস্তফা

ঢাকা: গাইবান্ধায় দুর্বৃত্তের গুলিতে নিহত সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটনের গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী হচ্ছেন গোলাম মোস্তফা আহমেদ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দল বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গাইবান্ধা-১ শূন্য আসনের উপ-নির্বাচনে দলের প্রার্থী বাছাই করতে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নৌকা প্রতীকের প্রার্থী হিসাবে মোস্তফাকে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত হয়।

মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি নিহত লিটনের ঘনিষ্ঠজন হিসেবেই পরিচিত।

গেল বছরের ৩১ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে এমপি লিটন নিহত হওয়ায় শূন্য হয় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন। ইতোমধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ মার্চ ওই আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ ফেব্রুয়ারি ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১ মার্চ। এ আসনে মোট ভোটার ৩ লাখ ২ হাজার ৮৫৩ জন।

প্রসঙ্গত, আগের ইসির অধীনে বিএনপি সংসদ নির্বাচন বর্জন করলেও নতুন ইসির অধীনে ভোটে অংশ নেবে কি না, তা এখনও স্পষ্ট করেনি। তবে জাতীয় পার্টি ইতোমধ‌্যে গাইবান্ধা উপ-নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত জানিয়েছে।

সোনালীনিউজডটকম

Wordbridge School
Link copied!