• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লিটনের কণ্ঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ৬, ২০১৭, ০৯:৪৩ পিএম
লিটনের কণ্ঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

ফাইল ফটো

ঢাকা: বিপিএলের পঞ্চম আসরের শুরুটা ভালো হয়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। প্রথম ম্যাচেই তাদের হারতে হয়েছে সিলেট সিক্সার্সের কাছে। বিপিএল মাত্রই শুরু হলো। তাই কোনো দলের এখনই পিছিয়ে পড়ার সময় আসেনি। কুমিল্লার উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস বেশ আত্মবিশ্বাসী।

তিনি জানিয়েছেন, কুমিল্লার খেলোয়াড়দের এক হারেই বিশ্বাস টলে যায়নি।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ২টায় কুমিল্লা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে চিটাগাং ভাইকিংসকে। এ ম্যাচে কুমিল্লা নিশ্চয় চাইবে ঘুরে দাঁড়াতে। লিটন মনে করেন, তাঁর দল প্রথম ম্যাচ হারলেও এখনো ভালো অবস্থাতেই রয়েছে,‘ দলের অবস্থা ভালো। এটা নিয়ে কোনো চিন্তা নেই। ম্যাচটি জিততে পারলে ভালো হতো। তবে এখনো আমরা খুব ভালো অবস্থানে আছি।’

২০১৫ বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা গত আসরে শেষ চারে জায়গা করে নিতে পারেনি। এবারও শুরুটা হয়েছে হার দিয়ে। প্রসঙ্গ উঠতেই লিটন আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, তিনি অতীত নিয়ে খুব একটা ভাবেন না,‘ গত টুর্নামেন্টের কথা চিন্তা করে কী লাভ বলুন?

গতবার কী হয়েছে না হয়েছে, সেটি এখন অতীত! খেলা হবে কাল (মঙ্গলবার)। সেটি নিয়েই এখন আমাদের চিন্তা করতে হবে।’

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম

Wordbridge School
Link copied!