• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লিফট ভেঙ্গে দুই প্রতিমন্ত্রীকে উদ্ধার


নিজস্ব প্রতিবেদক জুন ২৪, ২০১৬, ০৮:০৮ পিএম
লিফট ভেঙ্গে দুই প্রতিমন্ত্রীকে উদ্ধার

রাজধানীর কাওরান বাজারে একটি ভবনের লিফট থেকে নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়েছে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার  দিবাগত মধ্যরাতে জাহাঙ্গীর টাওয়ার ভবনে এ ঘটনা ঘটে।
 
উদ্ধার হওয়া দুই প্রতিমন্ত্রী বেসরকারি টেলিভিশন একুশে টিভিতে 'একুশের রাত' অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। সেখানে থেকে ফেরার জন্য সাত তলা থেকে লিফটে নামার সময় গ্রাউন্ড ফ্লোরে এসে লিফট আটকে যায়। লিফট বিকল হওয়ায় তারা আর নামতে পারেননি। এ সময় দুই প্রতিমন্ত্রী ও তাদের সাতজন সহকর্মী আটকা পড়েন।
 
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ভজন সরকার বলেন, 'খবর পেয়ে রাত ১টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের তিনটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পোঁছে।'
 
ফায়ার সার্ভিসের (ঢাকা বিভাগ) সহকারী পরিচালক মাসুদুর রহমান জানান, ম্যাগনেটিভ ফল্টের কারণে গ্রাউন্ড ফ্লোরে এসে লিফটি বিকল হয়ে যায়। এরপর লিফটের দরজা ভেঙ্গে তাদেরকে নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়। ওই লিফটে তারা প্রায় আধা ঘণ্টা আটকা পড়ে ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!