• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

লিবিয়া উপকূলে নৌকা ডুবি, শিশুসহ নিহত শতাধিক


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ১১, ২০১৮, ০৭:৪৩ পিএম
লিবিয়া উপকূলে নৌকা ডুবি, শিশুসহ নিহত শতাধিক

ঢাকা: লিবিয়া উপকূলে একটি রাবারের নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে ২০ শিশুসহ শতাধিক যাত্রী নিহত হয়েছেন।

ত্রাণ সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স এর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এমনটা জানানো হয়েছে।

গত ১লা সেপ্টেম্বর লিবিয়া উপকূল থেকে যাত্রা শুরু করে নৌকা দুটি। হঠাৎ একটি নৌকার ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ার পর আরেকটি ভাঙতে শুরু করে। এতেই ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা। এতে ভাঙ্গা নৌকার কিছু অবশিষ্টাংশ আঁকড়ে ধরে কয়েকজন যাত্রী বেঁচে গেছেন বলেও জানা গেছে।

এমএসএফ নামে পরিচিত ডক্টরস উইদাউট বর্ডার্স জানায়, নৌকা ডুবে যাচ্ছে, এমন খবরে ইতালিয়ান কোস্টগার্ড তাদের সাহায্যের চেষ্টা করে। কিন্তু তারা পৌঁছানোর পূর্বেই নৌকাটি ডুবে যায়।

বেঁচে যাওয়া একজন এমএসএফকে বলেন, ইঞ্জিন নষ্ট হয়ে গেলে এলোপাতাড়ি ঘুরতে থাকে নৌকাটি। সেসময় ১৬৫ জন প্রাপ্তবয়স্ক ও ২০ জন শিশু ছিলো নৌকায়।

তিনি বলেন, ঘটনার সময় তিনি মোবাইল নেভিগেশনে দেখতে পান যে মালটা উপকূল বেশি দূরে না। তিনি বলেন, আমরা সাঁতার কাঁটতে পারছিলাম না। অল্প কয়েকজনের কাছে লাইফ জ্যাকেট ছিলো। যারা নৌকা কিংবা ভাঙা অংশ ধরে রাখতে পেরেছিলেন তারাই বেঁচে গেছেন।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!