• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লিবিয়ায় ৬ হাজার জীবিত অভিবাসী উদ্ধার


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ৪, ২০১৬, ০৩:৩৫ পিএম
লিবিয়ায় ৬ হাজার জীবিত অভিবাসী উদ্ধার

লিবিয়া উপকূলে একদিনে সবচেয়ে বেশি জীবিত অভিবাসী উদ্ধার করেছে ইতালিয়ান কোস্টগার্ড। সোমবার ৩৯টি নৌকা থেকে ৬ হাজার অভিবাসীতাদের উদ্ধার করা হয়।

কোস্টগার্ড কর্তৃপক্ষ জানায়, এটি একদিনে সবচেয়ে বেশি জীবিত অভিবাসী উদ্ধার করার রেকর্ড। এর আগে তিন বছর আগে ইতালিয়ান দ্বীপ লামপেদুসা উপকূলে এক নৌকাডুবিতে ৩৬৬ জন অভিবাসী মারা গিয়েছিলো। সেই মৃত্যুর ঘটনা থেকেই নড়েচড়ে বসে পুরো বিশ্ব। এরপর অভিবাসীদের উদ্ধার কার্যক্রম শুরু হয়। মূলত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ থেকেই এসব অভিবাসীরা পালাতে থাকে।

সোমবার অন্যদিনের তুলনায় সমুদ্র কিছুটা কম উত্তাল ছিল। এর সুযোগ নিয়েই পাচারকারীরা অনেকগুলো অভিবাসী নৌকা নিয়ে রওনা দেয়। ৩২টি রাবারের নৌকা, পাঁচটি নৌকা ও দুটি ছোট নৌকায় প্রায় ৬ হাজার ৫৫ জন।

ইতালির কোস্ট গার্ড জানায়, অভিবাসীদের মাঝে এক সন্তানসম্ভবা নারী ও শিশুকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হযেছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, চলতি বছরেই প্রায় ১ লাখ ৩২ হাজার অভিবাসী ইতালিতে আশ্রয় নিয়েছে। আসার পথে পানিতে ডুবে মৃত্যু হয়ৈছে ৩ হাজার ৫৪ জনের। স্কাই নিউজ

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!