• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লিসা কার্টিসের সঙ্গে বৈঠক করলেন মির্জা ফখরুল


নিজস্ব প্রতিবেদক মার্চ ৪, ২০১৮, ০৯:২০ পিএম
লিসা কার্টিসের সঙ্গে বৈঠক করলেন মির্জা ফখরুল

ঢাকা: বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের পরিচালক লিসা কার্টিসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গুলশানের বাসভবনে রোববার (৪ মার্চ) বিকেলে ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিকালে যান বিএনপি মহাসচিব। প্রায় পৌনে এক ঘণ্টা লিসা কার্টিসের সঙ্গে বৈঠক করেন ফখরুল।

এসময় বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ছিলেন। অবশ্য বৈঠকের পর বিএনপি নেতারা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

রোহিঙ্গা শিবির পরিদর্শনে ২ মার্চ তিন দিনের সফরে ঢাকায় আসেন লিসা কার্টিস। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক লিসা সিআইএর সাবেক কর্মকর্তা।

দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপির নেতারা পরবর্তী নির্বাচনের আগে কূটনীতিকদের কাছে বলে আসছেন, আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্র সঙ্কুচিত করে রেখেছে, দমন-পীড়নের শিকার হচ্ছেন তারা।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!