• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

লেকহেড স্কুলের মালিক নিখোঁজে জিডি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২১, ২০১৮, ০৯:১১ এএম
লেকহেড স্কুলের মালিক নিখোঁজে জিডি

ঢাকা: রাজধানীর লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিন নিখোঁজের ঘটনায় গুলশান থানায় জিডি করা হয়েছে। এরআগে তার অফিস থেকে তাকে তুলে নেয়ার অভিযোগ পাওয়া যায়।

শনিবার (২০ জানুয়অরি) বিকেল ৪টার দিকে সাদা পোশাকে সাত থেকে আটজন লোক এসে গুলশানের অফিস থেকে মতিনকে তুলে নিয়ে যায় বলে থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনা শোনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে স্কুলের পক্ষ থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করা হয় বলেও পুলিশ জানায়।

জঙ্গি কার্যক্রমে জড়িত ও ধর্মীয় উগ্রবাদে উৎসাহ দেয়ার অভিযোগে গত নভেম্বরে স্কুলটি বন্ধ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরে নতুন পরিচালনা পর্ষদ করে স্কুলটি চালুর নির্দেশ দেয় হাইকোর্ট।

পুলিশ জানায় খালেদ হাসান মতিনের সন্ধান বের করতে তদন্ত শুরু হয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!