• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
মশাল প্রজ্বলন করবেন আসিফ

লেজার শো’র মাধ্যমে যুব গেমসের উদ্বোধন হবে


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ২৪, ২০১৮, ০৯:১৬ পিএম
লেজার শো’র মাধ্যমে যুব গেমসের উদ্বোধন হবে

ফাইল ছবি

ঢাকা: আসন্ন বাংলাদেশ যুব গেমস-২০১৮’র মশাল বুঝে পেয়েছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির ৮ম সভায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি নিজেদের কারিগরি সহায়তায় তৈরি করা আধুনিক মানের মশাল বিওএ সভাপতি এবং সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এসবিপি, এনডিসি, পিএসসি’র হাতে তুলে দেয়া হয়। বিওএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জাননো হয়েছে।

এই মশাল পরবর্তীতে বুঝিয়ে দেয়া হবে চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী ৮টি বিভাগের হাতে। আগামী ১০ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে এই মশাল প্রজ্জ্বলন করবেন ম্যানচেস্টার কমনওয়েলথ গেমস এবং এস এ গেমসের স্বর্ণপদক জয়ী বাংলাদেশের কৃতি শ্যুটার অসিফ হাসান। বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্বে অংশ নিবে ২৬৬০ জন ক্রীড়াবিদ। স্টিয়ারিং কমিটির সভায় এটি চূড়ান্ত হয়েছে। এই পর্বে অংশগ্রহণকারী ক্রীড়াবিদ এবং প্রশিক্ষকদের জন্য দ্রুত অর্থ ছাড়ের সিদ্ধান্তও নেয়া হয়েছে এই সভায়।

সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ মার্চ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের জন্য গ্যালারি উন্মুক্ত করা হবে বিকেল ৪টায়। ৪টা ৩০ মিনিট পর্যন্ত গ্যালারিতে প্রবেশ করতে পারবেন সাধারণ দর্শক। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে স্টেডিয়ামে প্রবেশ করবেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লেজার শো’র মাধ্যমে বাংলাদেশ যুব গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা জানানো হয়েছে স্টিয়ারিং কমিটির সভায়।

উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যূ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম আগামী ৫ মার্চ বুঝে নিবে বিওএ। ইতোমধ্যেই উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যূর সাজ সজ্জার কাজ শুরু করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। শুরু হয়েছে স্টেডিয়ামের রঙের কাজ। গ্যালারিতে ক্ষতিগ্রস্থ চেয়ার অপসারনের কাজও শুরু হয়েছে ইতোমধ্যে। দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংখ্যক চেয়ার পুনস্থাপনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে বলে সভায় জানিয়েছে এনএসসি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!