• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শঙ্কামুক্ত মুশফিক, ঢাকার বিপক্ষে খেলার আশা


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ৩০, ২০১৭, ০৬:৪১ পিএম
শঙ্কামুক্ত মুশফিক, ঢাকার বিপক্ষে খেলার আশা

ঢাকা: ক্রমেই এগিয়ে আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের বিদায় লগ্ন। কিন্তু এখনও চেনা রুপে দেখা যায়নি ‌‌‌‌‌‌ব্যাটসম্যান মুশফিকুর রহীমকে। উল্টো রাজশাহী কিংসের এই উইকেটরক্ষক পড়েছেন চোটে। তবে তা গুরুতর নয় বলেই জানিয়েছেন দলটির ফিজিও বায়েজিদ আহমেদ।

বুধবার (২৯ নভেম্বর) চট্টগ্রামে চিটাগং ভাইকিংসের বিপক্ষে রাজশাহীর মোহাম্মদ সামির করা ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলটি লেগ সাইড দিয়ে বেরিয়ে যাওয়ার সময় বাম দিকে ঝাঁপিয়ে পড়ে আটকানোর চেষ্টা করেন মুশফিক। এ সময় ১৪০ কি.মি. গতির বলটি মুশির বাম হাতের কনিষ্ঠ আঙুলে লাগে। ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
   

সাময়িক চিকিৎসার পর গ্লাভস হাতে দুই ওভার কিপিং করলেও ব্যথার পরিমাণ বাড়তে থাকলে মাঠের বাইরে চলে যান তিনি। ম্যাচ শেষে স্বাভাবিক নিয়মেই মুশফিকের চোটের অবস্থা জানতে তাঁর হাতে করানো হয় এক্সরে। তবে এক্সরে রিপোর্টে দুশ্চিন্তা করার মতো কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে টিম ম্যানেজম্যান্ট।

আঙ্গুলে কোন ধরণের চিড় ধরা পড়েনি নিশ্চিত করে রাজশাহী কিংসের ফিজিও বায়েজিদ আহমেদ বলেন, ‘মুশফিকের চোট গুরুতর নয়। রিপোর্টে কোনো চিড় ধরা পড়েনি। শুধুমাত্র ব্যথা আছে।’

ফিজিও আশা করেন, বিপিএলের ঢাকা পর্বে কোনো সমস্যা ছাড়াই মাঠে নামবেন মুশফিক। আগামী ২ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে রাজশাহী। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ঐ ম্যাচে জয় ছাড়া ভিন্ন কোনো পথ নেই পদ্মাপাড়ের দলটির সামনে। সবকিছু ঠিক থাকলে কোনো ধরণের শঙ্কা ছাড়াই ঢাকার বিপক্ষে মিরপুরে খেলতে পারবেন মুশফিক বলে জানান তিনি। অধিনায়ক ড্যারেন স্যামিও আগামী ম্যাচে মুশিকে চান একাদশে।
 
রাজশাহী কিংসের হয়ে বিপিএল এখন পর্যন্ত ১০ ম্যাচে ২১.২৫ গড়ে ১৭০ রান করেছেন মুশফিক।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!