• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শচীন-কোহলি নন গাভাস্কারের সেরা কপিল


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ২৩, ২০১৭, ০১:৪৯ পিএম
শচীন-কোহলি নন গাভাস্কারের সেরা কপিল

ঢাকা: ভারতীয় ক্রিকেটে সবচেয়ে বড় ম্যাচজয়ী ক্রিকেটার কে? এমন প্রশ্নের উত্তর এখনকার প্রজন্ম ঝটপট উত্তর দিয়ে বলবে বিরাট কোহলির নাম। তার আগের প্রজন্ম হয়ত বলবে শচীন টেন্ডুলকারের নাম। কিন্তু ভারতীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি সুনীল গাভাস্কার কী বলেন? তার চোখে ভারতীয় ক্রিকেটে সবচেয়ে বড় ম্যাচজয়ী ক্রিকেটার শচীন-কোহলির কেউ নন। তিনি এগিয়ে রাখছেন একসময়কার সতীর্থ ভারতকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক কপিল দেবকে। 

কেন কপিলকে এগিয়ে রাখছেন গাভাস্কার তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন। লিটল মাষ্টার বলেন,‘ কপিল ম্যাচজয়ী ক্রিকেটার। ব্যাটে বলে ও সামনে থেকে নেতৃত্ব দিত। মাঠে নিজে খেলেই সে অন্য খেলোয়াড়দের সামনে উদাহরণ তৈরি করত। কপিল দলের মধ্যে আক্রমণাত্মক ব্যাপারটি এনে দিয়েছিলেন।’

ভারতের হয়ে লম্বা সময় ধরে খেলেছেন কপিল। ১৩১ টেস্টের পাশপাশি ২২৫টি ওয়ানডে খেলেছেন তিনি। টেস্টে তার উইকেট সংখ্যা ৪৩৪টি। এক সময় সবচেয়ে বেশি টেস্ট উইকেটের রেকর্ড ছিল তার। ওয়ানডেতে কপিল তুলে নিয়েছেন ২৫৩টি উইকেট। কম যাননি ব্যাট হাতেও। আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন নয়টি। ফিফটি ৪১টি। দুই সংস্করণ মিলে রান করেছেন ৯০৩১।

গত তিন দশকে ভারতে যে পেসাররা উঠে এসেছে সেটা কপিলকে দেখেই। গাভাস্কার বলেন,‘ তাকে অনুসরন করেই উঠে এসেছে চেতন শর্মা-জাভাগাল শ্রীনাথরা। কপিলের কারণেই ভারত ক্রিকেট দুনিয়াকে দেখাতে পেরেছিল যে ফাস্ট বোলার আমরাও খুঁজে বের করতে পারি। এখন আমাদের অনেক ফাস্ট বোলার। এসব তো কপিলের কারণেই সম্ভব হয়েছে।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!