• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শচীন-পুত্রের প্রথম উইকেট, কেঁদে ফেললেন কাম্বলি


ক্রীড়া ডেস্ক জুলাই ১৭, ২০১৮, ০৯:২২ পিএম
শচীন-পুত্রের প্রথম উইকেট, কেঁদে ফেললেন কাম্বলি

ফাইল ছবি

ঢাকা: বিখ্যাত বাবার সন্তান হলে যা হয়। আরও কতজন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে খেলেছে, তারা সেভাবে পাদপ্রদীপের আলোয় আসে না। কিন্তু শচীন টেন্ডুলকারের ছেলে বলে কথা। ছোট বেলা থেকেই খবরের শিরোনামে। আরও একবার এলেন অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেট শিকার করে। জীবনের প্রথম আন্তর্জাতিক উইকেট। যার স্বাদই আলাদা। আনন্দ তো থাকবেই।

অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলে সুযোগ পেয়েছে শচীন পুত্র-অর্জুন। কলম্বো ক্রিকেট ক্লাবের মাঠে প্রথম যুব টেস্টে শ্রীলঙ্কার কামিল মিশারার উইকেটটি পায় অর্জুন। বাঁহাতি পেসার অর্জুনের বলে শ্রীলঙ্কান ব্যাটসম্যান এলবিডব্লু হন।

আন্তর্জাতিক ক্রিকেটে অর্জুন প্রথম উইকেট নিতেই আবেগতাড়িত হয়ে পড়েছেন শচীনের বাল্যবন্ধু বিনোদ কাম্বলি। তিনি আবেগে ভরা বার্তায় লিখেছেন, ‘আনন্দে চোখে জল চলে এল। চোখের সামনে অর্জুনকে বড় হতে দেখেছি। প্রচুর পরিশ্রম করেছে। তোমার জন্য দারুণ আনন্দ হচ্ছে। এটা সবে শুরু। আগামীদিনে তোমার আরও সাফল্য চাই।’

বাল্যবন্ধু শচীনের সঙ্গে একসময় কাম্বলির সম্পর্কে চিড় ধরেছিল। প্রকাশ্যে শচীনকে নানাভাবে অপমান করেছিলেন কাম্বলি। পরে অবশ্য ক্ষমা চান শচীনের কাছে। তাই কাম্বলির এই আবেগঘন বার্তায় অনেকেই বিস্মিত।

যুব টেস্টের প্রথম দিন শুরুতে ব্যাট করতে নেমেছে শ্রীলঙ্কা। অর্জুন তুলে নিয়েছে ১ টি উইকেট। জুলাইয়েই শ্রীলঙ্কা সফরের জন্য অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে সুযোগ পায় অর্জুন। সফরে দুটি যুব টেস্ট খেলবে ভারত। দ্বিতীয় টেস্ট ২৩–২৬ জুলাই। এরপর রয়েছে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই দলে অবশ্য অর্জুন সুযোগ পায়নি।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!