• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শচীনকে মনে করালেন ৫ বছরের রুদ্র!


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৪, ২০১৬, ০৪:৪৮ পিএম
শচীনকে মনে করালেন ৫ বছরের রুদ্র!

ঢাকা : দিল্লিতে অনুর্ধ্ব-১৪ টুর্নামেন্টে খেলতে দেখা গেলো এক বিস্ময় বালককে। যার বয়স কি না মাত্র পাঁচ বছর। শিশুটির নাম রুদ্র প্রতাপ। তার ব্যাটিং দেখে মুগ্ধ গোটা স্টেডিয়ামের দর্শকরা। শুধু তাই নয়, আম্পায়ার থেকে ধারাভাষ্যকার সবাই তাকিয়ে ছিলেন রুদ্রর দিকে। প্রতিপক্ষ দলের খেলোয়াড়রাও তার সঙ্গে হাত মিলিয়েছেন।

এরই মধ্যে রুদ্রর একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। বয়সে আর সবার চেয়ে ছোট বলেই যে মন কেড়েছে তা নয়। তার ব্যাটিং স্টাইল শচীনকে মনে করিয়ে দিয়েছে। উল্টো করে টুপি পড়ে ব্যাট করছিল ছোট্ট রুদ্র। যারা ভিডিওটি দেখেছেন, তারা সবাই একমত হবেন যে, রুদ্রুর স্টাইল পুরোটাই শচীনের মতো। এতো কম বয়সে বড়দের সঙ্গে ক্রিকেট খেলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে এই শিশু।

রুদ্রুর হেলমেট, থাই প্যাড, হেলমেট এমনকি যে ব্যাট দিয়ে খেলছিলেন সেই ব্যাটও প্রায় তার সমান। সত্যি, তার স্টাইলিশ ব্যাটিং ছিল চোখে পড়ার মতো। ইনিংসের শেষের দিকে ব্যাট করতে নামে রুদ্র। তার শরীরি ভাষা ছিল বড়দের মতো। ভয়ডর ছিল না। রুদ্রর ভাইরাল হওয়া ভিডিও এরইমাঝে ইউটিউবে আট লাখেরও বেশিবার দেখা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইএম

Wordbridge School
Link copied!