• ঢাকা
  • শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ১৬ চৈত্র ১৪৩০

শততম টেস্ট জয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৯, ২০১৭, ০৫:২১ পিএম
শততম টেস্ট জয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঢাকা: শ্রীলংকার বিরুদ্ধে শততম টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশ ক্রীকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।

গণমাধ্যমে দেয়া বিবৃতিতে তারা বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের এ অভিনন্দন জানান।

শততম টেস্ট জিততে বাংলাদেশের প্রয়োজন ছিল ১৯১ রান। ঐতিহাসিক জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে পঞ্চম দিনের তৃতীয় সেশনে ৬ উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত জয়ের বন্দরে পৌঁছে যায় মুশফিকরা। গত অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডকে হারিয়ে যে ইতিহাস তৈরি করেছিল টাইগাররা, সেই ইতিহাসকে তারা টেনে নিয়ে গেলো কলম্বোয়।

এর আগে দ্বিমুথ করুনারত্নের সেঞ্চুরি এবং দিলুয়ানা পেরেরার হাফ সেঞ্চুরির বদৌলতে সবক'টি উইকেট হারিয়ে ৩১৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। ফলে শততম টেস্টে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৯১ রান।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!