• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শততম টেস্টে লঙ্কান ক্রিকেটারকে আইসিসি’র সন্দেহ


ক্রীড়া ডেস্ক মার্চ ২৭, ২০১৭, ০৯:০৫ পিএম
শততম টেস্টে লঙ্কান ক্রিকেটারকে আইসিসি’র সন্দেহ

ঢাকা: কলম্বোয় শততম টেস্টে বাংলাদেশ ৪ উইকেটের অবিস্মরণীয় জয় তুলে নিয়ে সিরিজ ড্র করেছে। ইতোমধ্যে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজে নেমে পড়েছে। ডাম্বুলায় প্রথম ওয়ানডে ৯০ রানে জিতে বাংলাদেশ এগিয়ে গিয়েছে ১-০ ব্যবধানে। এই যখন অবস্থা তখন শ্রীলঙ্কার সানডে টাইমস বোমাই ফাটাল। পত্রিকাটি লিখেছে, বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় টেস্টে লঙ্কান এক ক্রিকেটারের আচরণ সন্দেহজনক মনে হয়েছে। এ নিয়ে ওই ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদও করেছে আইসিসির অ্যান্টিকরাপশন ইউনিটের (আকসু) কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদ শেষে তারা জানিয়েছেন, এখনও ওই ক্রিকেটারের কাছ থেকে সন্দেহজনক কোনও কিছু পাওয়া যায়নি।

লঙ্কান ক্রিকেটারটির বিরুদ্ধে সন্দেহের সূত্রপাত একটি ফোনকল থেকে। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ চলাকালীন ওই ক্রিকেটারকে ফোন দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তার এক ভক্ত। সেই ফোন কলের কথোপকথন সন্দেহ ঠেকেছে আকসুর কাছে।

বিষয়টি স্বীকার করে আকসুর শ্রীলঙ্কার কর্মকর্তা লক্ষণ ডি সিলভা বলেন,‘ হ্যাঁ, আমরা যুক্তরাষ্ট্র থেকে আসা একটি ফোনকলের ভিত্তিতে একজন ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করেছি। অন্য একজন খেলোয়াড় বিষয়টি কর্তৃপক্ষ ও আকসুর নজড়ে আনেন। জিজ্ঞাসাবাদের সময় ওই ক্রিকেটারও উপস্থিত ছিলেন। ম্যাচ শেষ হওয়ার পরপরই ওই ক্রিকেটারের জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে।’

তবে জিজ্ঞাসাবাদে খুব বেশি কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। ডি সিলভা বলেন,‘ ওই ক্রিকেটারের কাছ থেকে সন্দেহজনক কোনও কিছু পাওয়া যায়নি। তবে আমরা পুরো ব্যাপারটি জানার চেষ্টা করছি। সেখানে কোনও আর্থিক লেনদেন বা অন্য কোনও ঘটনা ঘটেছে কি না সেটা জানার চেষ্টা করছি।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!