• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শতবর্ষী বাড়ি দখল নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১০


নাটোর প্রতিনিধি ডিসেম্বর ১৯, ২০১৭, ০৯:৫৫ পিএম
শতবর্ষী বাড়ি দখল নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১০

নাটোর: জেলার গুরুদাসপুর উপজেলায় শতবর্ষী বাড়ি দখল বিরোধের জের ধরে সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার মশিন্দা ইউনিয়নের বাহাদুর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানা যায়,  প্রতিবেশী জিয়াউর রহমানের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে একই গ্রামের তৈয়ব আলীর শতবছরের বাড়ি দখলের চেষ্টা করে। এ সময় তৈয়ব আলী বাধা দিলে হাসুয়া দিয়ে তার মাথায় কোপ দিলে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে বাঁচাতে স্ত্রী সুফিয়া বেগম, ভাই আশরাফ, ভাতিজা জিয়া এগিয়ে গেলে তাদেরকেও বেধড়ক পিটিয়ে জখম করে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে তৈয়ব আলীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এছাড়া সংঘর্ষের সময় প্রতিপক্ষের মজিবর রহমান, রত্না, ইদ্রিস, জিয়াউর রহমান আহত হয়ে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীনে রয়েছে।

এ ঘটনায় জিয়াউর রহমান, মজিবর রহমান ও ইদ্রিস আলীসহ ১০ জনের বিরুদ্ধে সুফিয়া বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছে। অপরদিকে ইদ্রিস আলী বাদী হয়ে তৈয়ব আলীসহ ১৩জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে।

গুরুদাসপুর থানার ওসি দিলিপ কুমার দাস জানান, তদন্ত চলছে, উভয়পক্ষেরই মামলা নেয়া হবে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!